সঞ্জয় রায়

 আর জি করের সেই মেয়েটা 

সঞ্জয় রায়




আর জি করের সেই মেয়েটা

যে মেয়েটা দানবীয় ভাবে খুন

হলো ধর্ষণের পর 

তাঁকে দেখলাম রাত দখলের প্রতিটি

মেয়ের চোখের তারায়।


প্রতিটি মেয়ে 

প্রতিটি ইলামবাজারের মেয়ে

প্রতিটি মধ্যমগ্ৰামের মেয়ে 

প্রতিটি মালদহের মেয়ে 

প্রতিটি বারাসতের মেয়ে 

অপলক তাকিয়ে আছে 

আর জি করের সেই মেয়েটার 

চোখের তারায়।


চোখের তারায় তাকিয়ে আছে 

আধ খাওয়া বিস্কুটের মতো

পশ্চিমবাংলা।


চোখের তারায় তাকিয়ে আছে 

আর জি করের সেই মেয়েটার 

মতো ভারতবর্ষ।


আর গনগনে চুল্লির আগুনে

জ্বলছে সূর্যোদয়ের প্রথম আলো।




পাঠকের মতামতঃ